চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়াদোত্তীর্ণ ১৩ টন কাঁচা ফুচকার চালান আটক বন্দরে

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসা মেয়াদোত্তীর্ণ ১৩ টন কাঁচা ফুচকার একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

গতকাল মঙ্গলবার কায়িক পরীক্ষা শেষে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এসব কাঁচা ফুচকা মেয়াদোত্তীর্ণ বলে প্রতিবেদন দেওয়ার পর চালানটি জব্দ করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. নুরউদ্দিন মিলন বলেন, যশোরের কাঁঠালিয়ার মেসার্স হাসান ব্রাদার্সের নামে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট কুমিল্লা শিপিং। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) টিম পরীক্ষা করে দেখেন। তিনি জানান, পরীক্ষা করে জানা যায় এই ১৩ টন ফুচকার সবই মেয়াদোত্তীর্ণ। আমদানি নীতি আদেশ অনুযায়ী এ চালান খালাসযোগ্য নয়। এসব ফুচকা বাজারে গেলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এসব ফুচকা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। কায়িক পরীক্ষায় অংশ নেন সহকারী রাজস্ব কর্মকর্তা রাসেল মাহমুদ জুয়েল ও মো. নুরুজ্জামান সবুজ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট