চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পরিবেশ দূষণের দায়ে ৩ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৯ | ১:৪৮ অপরাহ্ণ

অপরিশোধিত বায়ু দূষণ ও তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে প্রায় ৭ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর।  

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এক শুনানিতে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আাজাদুর রহমান মল্লিক।

কারখানাগুলোর মধ্যে বায়েজিদ বোস্তামী এলাকার রতনপুর স্টিল- রি রোলিং মিলস (RSRM) নামক স্ক্র্যাপ লোহা থেকে বিলেট প্রস্ততুকারী প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৬ হাজার টাকা, কর্ণফুলী ইপিজেডস্থ ডেনিম একপার্টের ওয়াশিং কারখানাকে ২ লাখ ৪ হাজার ৪’শ টাকা, সাগরিকা শিল্প এলাকায় ফ্লোভারস সুইটস এন্ড বেকার্সকে ৯ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।

আজ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারি পরিচালক সংযুক্তা দাশ পূর্বকোণকে বলেন, ১৭ অক্টোবর বায়েজিদ বোস্তামী এলাকার রতনপুর স্টিল- রি রোলিং মিলস (RSRM) স্ক্র্যাপ লোহা থেকে বিলেট প্রস্ততুকারী প্রতিষ্ঠানকে বায়ু দূষণের কারণে, কর্ণফুলী ইপিজেডের ডেনিম একপার্টের ওয়াশিং কারখানাকে ও সাগরিকা শিল্প এলাকায় ফ্লোভারস সুইটস এন্ড বেকার্সকে পরিবেশ দূষণের দায়ে আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। শুনানিতে ওই তিন কারখানাকে পরিবেশ দূষণের দায়ে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উক্ত জরিমানার টাকা দ্রুত পরিশোধ করার জন্যও নিদের্শ দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট