চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভেজালবিরোধী অভিযান ১৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

নগরীতে ভেজালবিরোধী অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর জামালখান, পাঁচলাইশ, আগ্রাবাদ ও আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে জামালখান এলাকায় সিকদার রেস্টুরেন্ট ও চেরাগী রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। গ্রান্ড সিকদার রেস্টুরেন্টে মূল্য তালিকার অধিক দামে খাবার বিক্রি, অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চেরাগী রেস্তোরাঁকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর জাহান আক্তারের ভ্রাম্যমাণ আদালত ৫ ফার্মেসিকে ৭৬ হাজার টাকা জরিমানা করেন। অনুমোদহীন ওষুধ বিক্রয়, ওষুধ সংরক্ষণে গাফিলতিসহ বিভিন্ন অভিযোগে ওইসব ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। একই দিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেয়াদোত্তীর্ণ ফ্রুট ড্রিঙ্ক, প্যাকেটজাত দুধ ও আইসক্রিম বিক্রি এবং অননুমোদিত ঔষুধ, সস ও বাসি খাবার উৎপাদনের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাশ, সহকারী পরিচালক (জেলা) মুহাম্মদ হাসানুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও পাস্তুরিত দুধ ও ভেজাল আইসক্রিম বিক্রির জন্য মহিম স্টোরকে ১০ হাজার টাকা, নিউ পপুলার ফার্মেসীকে ১০ হাজার টাকা, পাঠাও কুরিয়ারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আগ্রাবাদে বেপারিপাড়া ও আকবরশাহ এলাকায় পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা, নাহার ফার্মেসিকে ৮ হাজার টাকা, সাফামারওয়া রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট