চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইংরেজি সাহিত্যের নাটক কবিতা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা সিআইইউ’তে

২১ অক্টোবর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

মঞ্চে ম্যাকবেথ কিংবা হ্যামলেট নাটকের জনপ্রিয় দৃশ্যগুলো যখন এক এক করে মঞ্চস্থ করছিলেন শিক্ষার্থীরা ঠিক তখন পুরো হলরুমের সবকটি চোখ খুঁজে ফিরছিল শেক্সপিয়ারকে। কখনও মুহুর্মুহু করতালি, আবার কখনও নীরবতা ভেঙে উচ্ছ্বাস। তবে কেবল শেক্সপিয়ার নন, ইংরেজি সাহিত্যের নানা দিকগুলো তুলে ধরতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৯। স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস’র অন্তর্ভুক্ত ইংলিশ ক্লাব সম্প্রতি জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ইংরেজি সাহিত্যের সৃষ্টিশীল কর্মগুলো মানুষকে বরাবরই পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে। এখানে ঠাঁই পেয়েছে জীবনবোধ লেখনি আর বাস্তবতার রূপায়ন।

বিশেষ অতিথির বক্তব্যে স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, কাহিনী, সংলাপ আর শক্তিশালী চরিত্রগুলোর মধ্যে শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবলু চন্দ্রনাথ ও কান্তা বড়–য়া।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট