চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বান্দরবান শহর আ. লীগের সম্মেলনে বীর বাহাদুর

কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না

২১ অক্টোবর, ২০১৯ | ১:১৪ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগে এখন শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। সুতরাং সবাই সাবধান হয়ে যান। কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।

গত শনিবার বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে শহর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের সময়ে পাহাড়ে উন্নয়ন হয়। এ কারণে পাহাড়ে উন্নয়ন দেখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

বান্দরবান শহর আ. লীগের সম্মেলনে বীর বাহাদুর বান্দরবান শহর আ. লীগের সম্মেলনে বীর বাহাদুর অমল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ. লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, ক্যসা প্রু মারমা, পৌর মেয়র ইসলাম বেবি, লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, শামসুল ইসলাম প্রমুখ। এছাড়া সমাবেশে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। দুপুর থেকে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে রাজার মাঠে সমাবেশস্থলে উপস্থিত হয়। পরে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট