চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আইয়ুব বাচ্চু তাঁর কর্মের মাঝে বেঁচে থাকবেন : স্মরণসভায় বক্তারা

২০ অক্টোবর, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, স্মরণে রাখার মতো জীবন গঠন করতে পেরেছেন বলেই আইয়ুব বাচ্চু আজ সবার হৃদয়ে। তিনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ একজন গীটার বাদক। নিজ গুণে তিনি সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। আইয়ুব বাচ্চু চট্টগ্রামের সন্তান।চট্টগ্রামে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরি করা অতীব জরুরি । তিনি গত ১৮ অক্টোবর চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করার প্রত্যয়ে গঠিত চাটগাঁইয়্যা নওজোয়ান আয়োজিত আইয়ুব বাচ্চু স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল আহমেদ। বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত লেখক ও সাহিত্যিক আনিসুল হক, বরেণ্য সংগীত শিল্পী এসআই টুটুল, বিশিষ্ট গীতিকার কবির বকুল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আইয়ুব বাচ্চুর মামা আব্দুল আলীম লোহানী, ছোট ভাই ইরফান চৌধুরী ছট্টু, চাচাতো ভাই ব্যাংকার তারেকুজ্জামান তারেক প্রমুখ। পরে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট