চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শ্রমিকনেতা চৌধুরী হারুনর রশিদের মৃত্যুবার্ষিকী আজ

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ জননেতা চৌধুরী হারুনর রশীদের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ ১৯ অক্টোবর। পটিয়ার মন্সা গ্রামে ১৯২৬ সালে তিনি জন্মগ্রহন করেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে তাঁকে গ্রামে-শহরে বার বার স্কুল পাল্টাতে হয়। ১৯৪৬ সালে পটিয়ার হাবিলাস দ্বিপ স্কুল থেকে মেট্রিক পাশ করে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজে পড়ার সময় বাম মতাদর্শে বিশ্বাসী ছাত্র ফেডারেশনের নেতাদের সাথে তিনি পরিচিত হন। মুক্তিযুদ্ধের সময়েও চৌধুরী হারুনর রশিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ন্যাপ, সি.পি.বি. ছাত্র ইউনিয়নের ১৯ হাজার গেরিলা বাহিনির তিনি যুগ্ম কমান্ডার ছিলেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) একাংশের সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয় কেন্দ্র (টি.ইউ.সি.) বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৮৬সালে সংসদ নির্বাচনে তিনি পটিয়া থেকে ১৫ দলীয় জোট থেকে এমপি নির্বাচিত হন।

আজীবন ত্যাগী এই বিপ্লবী ২০০০ সালের ১৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ বেডে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জননেতা চৌধুরী হারুনর রশিদের কবরে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহন করেছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট