চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

তিন হাজার তৃণমূল নেতার সমাগম হবে, প্রস্তুতি বৈঠক

আওয়ামী লীগ ২৭ অক্টোবর ৬ সাংগঠনিক জেলার প্রতিনিধি সভা

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের ছয় সাংগঠনিক জেলার তৃণমূলের প্রায় তিন হাজার নেতার উপস্থিতিতে প্রতিনিধি সভা আগামী ২৭ অক্টোবর। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ ও পার্বত্য তিন জেলা আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভার আয়োজন করা হচ্ছে। তার প্রস্তুতি হিসেবে গতকাল শুক্রবার বৈঠক করেছেন চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটির দায়িত্বশীল সিনিয়র ছয় নেতা।

গতকাল সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের দপ্তরে বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জানিয়েছেন, প্রস্তুতি আছে। ভেন্যু হিসেবে দি কিং অব চিটাগং ইতিমধ্যে বুকিং দেয়া হয়েছে। সভায় যারা আসবেন তাদেরকে কার্ড দেয়া হবে। নেতারা কার্ড প্রদর্শন করেই সভায় প্রবেশ করবেন। সভায় নেতাদের জন্য দুপুরের খাবারেরও আয়োজন করা হচ্ছে। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম পূর্বকোণকে জানান, সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা ও তিন পার্বত্য জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকম-লী, ওয়ার্ড, থানা, উপজেলা, ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, মহানগরের ওয়ার্ড কাউন্সিলররাও উপস্থিত থাকবেন। ছয় সাংগঠনিক জেলা মিলে উপস্থিতির সংখ্যা প্রায় তিন হাজার হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রামের সংসদীয় আসনের মন্ত্রী-এমপিরাও উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট