চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাসকশিপ’র বিভাগীয় সম্মেলনে অনুপম সেন

সরকারি উন্নয়নে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সচেতন হতে হবে

১৯ অক্টোবর, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে জাতির শিক্ষান্নোয়নে ব্যাপক অবদান রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলা ও থানায় একটি করে সরকারি কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি সদ্য ৩০৫টি বেসরকারি কলেজকে সরকারি বা জাতীয়করণ একটি মাইলফলক হিসেবে আছে। উক্ত সরকারি কলেজগুলোকে সরকারি সকল সুযোগ-সুবিধা ও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ শিক্ষকদের সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে তিনি আরো বলেছেন, যারা সরকারি উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করে তাদের বিরুদ্ধে সকল শিক্ষকদেরকে সচেতন হতে হবে। গতকাল শুক্রবার প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের (বাসকশিপ) চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ড. মো. মোজাহেরুল আলমের সভাপতিত্বে এবং প্রভাষক ফজিলাতুন্নিছা ডলি ও মো. আতিকুল্লাহর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আতাউর রহমান। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক ড. এম আহমদ আলী মল্লিক। বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সম্পাদক আলীউর রহমান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. নুর উদ্দিন, অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, আবু ইউসুফ, মো. ইসহাক, সহকারী অধ্যাপক আ.ম.ম জহির, মো. সাইদুর রহমান, একেএম গিয়াস উদ্দিন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ড. মো. মোজাহেরুল আলমকে সভাপতি ও প্রদীপ কুমার দাশকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন ও হাসিনা মহিউদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট