চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আমিন শাহী মসজিদে এলাকাবাসীর সাথে মেয়রের জুমার নামাজ আদায়

১৯ অক্টোবর, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মসজিদ হচ্ছে সেজদার স্থান বা ইবাদতস্থল। ইসলাম ধর্মে মসজিদের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম পৃথিবীর বুকে যে মসজিদ নির্মাণ করা হয়েছিল, তা হলো মসজিদুল আকসা। কোনো এলাকায় মসজিদ থাকা এটা মুসলিম এলাকার পরিচয় বহন করে।

তাই সবাইকে মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার তওফিক দানে মহান আল্লাহ তা’য়ালাহ্র কাছে সহযোগিতা কামনা করেছেন মেয়র। গতকাল শুক্রবার দুপুরে আমিন শাহী জামে মসজিদে পবিত্র জুমাার নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশ্যে মেয়র এসব কথা বলেন। এসময় আমিন শিল্পাঞ্চল আওয়ামীলীগ ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি দলিলুর রহমান, সিবিএ সভাপতি আরিফুর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও আমিন জুট মিলের জেনারেল ম্যানেজার কামরুল হাসান, কাউন্সিলর মোবারক আলী, শ্রমিক নেতা আবদুল নবী লেদু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে মেয়র আমিন জুট মিল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নতুন অফিস ঘর উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর মোবারক আলী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, সমিতির সভাপতি মোসলেহ উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবু উমর মুনসুর, আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট