চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মধ্যম হালিশহরে সুন্নি কনফারেন্সে বক্তারা

আলোকিত জীবনের জন্য কোরআন সুন্নাহ’র বিকল্প নেই

১৯ অক্টোবর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

মধ্যম হালিশহরে প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহাসিক শাহাদাতে কারবালা স্মরণে ১০ম সুন্নি কনফারেন্স গত বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড ১ নং সাইট নতুন জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন হাজি কামাল উদ্দীন। হাজি মো. শাহীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মুফতি ওসমান গণি সালেহী, মওলানা জাহাঙ্গীর আলম আল-কাদেরী, আল্লামা মোর্শেদুল আলম আনোয়ারী, আল্লামা মো. বেলাল উদ্দীন নোমানীসহ বিশিষ্ট ওলামায়েকেরামগণ।

বক্তারা বলেন, আল্লাহ ও রাসুলের প্রতি আনুগত্যের মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে। তাদের সাথে কোন প্রকার আপোষ নয় আর এটাই কারবালার শিক্ষা। ইহকাল ও পরকালের আলোকিত জীবনের জন্য কোরআন সুন্নাহ’র কোন বিকল্প নেই। আয়োজক কমিটির আহবায়ক এস এম পারভেজ ও সচিব মো. রাশেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হাজি মো. নোমান, হাজি মো. হাছান, মো. হোসেন, হাজি মো. সাহাব উদ্দীন, মো. আবুল কালাম, মো. ফয়সাল, মো. মাসুদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট