চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সুবোধ সরকারের কবিতায় মুগ্ধতা ছড়ালেন দুই বাংলার দুই আবৃত্তিশিল্পী

১৯ অক্টোবর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

‘দুই বাংলা এক সুবোধ’ শিরোনামে আবৃত্তিসন্ধ্যায় মুগ্ধতা ছড়ালেন এপার বাংলার খ্যাতিমান বাচিক শিল্পী আয়েশা হক শিমু ও ওপার বাংলার জনপ্রিয় আবৃত্তি শিল্পী রুমকি গাঙ্গুলি। ওপার বাংলার কিংবদন্তী কবি সুবোধ সরকারের কবিতা নিয়ে তাঁদের অনবদ্য পরিবেশনায় কবিতাপ্রেমিরা যেমন মুগ্ধ হয়েছেন ঠিক তেমনি আস্বাদন করলেন কাব্যসাহিত্যের রস। প্রেম-দ্রোহ আর দেশাত্ববোধের কবিতা আবৃত্তিতে হলভর্তি দর্শক শুধু ছন্দের দোলায়ই আচ্ছাদিত হননি, হয়েছেন আনন্দিত ও উচ্ছ্বসিত। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কাব্যসন্ধ্যাটি ছিলো নান্দনিকতায় পরিপূর্ণ। চট্টগ্রাম একাডেমির আয়োজনে পুরো অনুষ্ঠানে কানায় কানায় পূর্ণ ছিলো শিল্পকলা একাডেমি হল। বাচিক শিল্পী আয়েশা হক শিমু ও রুমকি গাঙ্গুলি মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট করে রাখেন শ্রোতাদের। অনুষ্ঠানে আয়েশা হক শিমু পরিবেন করেন কবির ৯ টি কবিতা ও রুমকি গাঙ্গুলি আবৃত্তি করেন সাতটি কবিতা। আয়েশা হক শিমু আবৃত্তি করেন- বাংলা, শাড়ি, ছোট ষড়যন্ত্র, কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথকে, অশ্বকাহিনী, সেই সাংঘাতিক লোকটা, বরিস পাস্তোরোনাদের বাড়ি থেকে বলছি, রূপম ও সীতা। রুমকি গাঙ্গুলি পরিবেশন করেন খোলা চিঠি দূর্গাকে, ময়ূরপঙ্খী, বৈশাখী, রজনীগন্ধা কফিন, কৃষ্ণকলি মাহাতো, দুব্বো, ও কবি রাশেদ রউফের কবিতা মুক্তিযুদ্ধ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ। সংক্ষিপ্ত আলোচনায় কবি সুবোধ সরকারের শুভেচ্ছা বাণী পাঠ করেন দীপাঞ্জন ঘোষ, বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির পরিচালক অধ্যক্ষ রীতা দত্ত, কবি সাংবাদিক কামরুল হাসান বাদল, ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল। অনুভূতি ব্যক্ত করেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু ও রুমকি গাঙ্গুলী। অধ্যক্ষ রীতা দত্ত বলেন, অসাধারণ কবির অসাধারণ কবিতা আমরা শুনলাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট