চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

অবশেষে চবি ক্যাম্পাসে ফিরল চারুকলা
চারুকলা মূল ক্যাম্পাসে সম্বলিত ব্যানারে উচ্ছ্বাস শিক্ষার্থীদের

অবশেষে চবি ক্যাম্পাসে ফিরল চারুকলা

চবি সংবাদদাতা

২১ মে, ২০২৫ | ১২:০৬ অপরাহ্ণ

দীর্ঘ আন্দোলন, সংশয় শেষে অবশেষে মূল ক্যাম্পাসে ফিরলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইন্সটিটিউট। ইতোমধ্যে শহর থেকে মূল ক্যাম্পাসে আসবাবপত্র আনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই চারুকলা ইনস্টিটিউটের আসবাবপত্র ও উপকরণ ক্যাম্পাসে নেওয়ার কার্যক্রম শুরু হয়।

 

প্রাথমিকভাবে চারুকলা ইনস্টিটিউটের ৪১টি কক্ষের আসবাবসহ অন্যান্য জিনিসপত্র মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। পরীক্ষা চলমান থাকায় বাকি নয়টি কক্ষের আসবাবপত্র পরে সরানো হবে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। পরদিন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

চবি উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সমাবর্তনের প্রস্তুতির জন্য ক্যাম্পাসে শিফট করা সম্ভব হয়নি। আজ (মঙ্গলবার) থেকে মূল ক্যাম্পাসে চারুকলা ইন্সটিটিউটের সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে।’

 

এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার
দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবিটি সিন্ডিকেট মিটিংয়ে বাস্তবায়িত হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট