চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

পদোন্নতিতে অনিয়মের অভিযোগে চসিকে কার্যালয়ে দুদকের অভিযান

কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়ম, চ‌সিকে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৫ | ৫:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ মে) চসিক কার্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ মুহাম্মদ ইমরানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, আমরা অভিযান শুরু করেছি। অভিযুক্তরা এখনো অনুপস্থিত। তারা এলে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখব।

দুদক জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের বক্তব্য নেওয়া হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম অতি দ্রুত কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযানের বিষয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন পূর্বকোণকে জানান, শুধু রুপকের বিষয়‌টি নয়, বিগত স্বৈরাচার সরকার আমলের বি‌ভিন্ন দুর্নী‌তি বিষয়ে তদন্ত করতে এসেছে দুদকের কর্মকর্তারা। এসব বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। রু‌পকের প্রমোশন হয়েছে ২০২‌১ সালে। নিয়োগ অনুযায়ী মূলত তার পদোন্নতি হওয়ার কথা ২০১৩ সালে। আমার আমলে কোন অ‌নিয়‌ম নিয়ে দুদক আসে‌নি। সব আগের আমলের অভিযোগের তদন্তে এসেছে তারা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট