চট্টগ্রাম শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আমিরাত থেকে চট্টগ্রামে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ১০ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৪ | ২:২২ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে ফিরে এসেছেন বিক্ষোভ করে সাজার পর ক্ষমা পাওয়া আরও ১০ প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে এখন পর্যন্ত ক্ষমা পাওয়া ২২ জন চট্টগ্রাম এসে পৌঁছেছেন।

 

রবিবার (৮ সেপ্টেম্বর) ক্ষমা পাওয়া একজন এবং পরদিন সোমবার বিকেলে বিমানের ফ্লাইটে শারজাহ থেকে দু’জন ও আবুধাবি থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে সন্ধ্যায় আরও সাতজন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দেশটির সরকার। তাদের মধ্যে ১২ জন শনিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট