চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

ওয়াসার পানি বিক্রির দায়ে ৪ ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪ | ১১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার পানি অন্য হোল্ডিংয়ে নিয়মিতভাবে বিক্রির দায়ে ৪ ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ওয়াসা’র নির্বাহী ম্যাজিস্টেট শিরীন আক্তারের নেতৃত্বে নগরীর সিমেন্ট ক্রসিংস্থ মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে দণ্ডিতরা হলেন, মোহাম্মদ পারভেজ (৩৩), শওকত আলী (৩২), মো. সাইফুল আমিন (৩৬), মো. দেলোওয়ার হোসেন (৪৩)।

 

আদালত তাদের বিরুদ্ধে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর আওতায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই সময় ওয়াসা মড-১ এর সহকারী প্রকৌশলী, ফোরম্যান এবং আকবর শাহ থানা ও ইপিজেড থানার পুলিশ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট