চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম-১০ আসন: মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মনজুর অভিযোগ ইসিতে

নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর, ২০২৩ | ৫:৪০ অপরাহ্ণ

নির্বাচনী হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপন করার অভিযোগ করে চট্টগ্রাম-১০ (খুলশী, পাহাড়তলী, হালিশহর) আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম। গতকাল (বৃহস্পতিবার) তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে এই অভিযোগ দিয়েছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনজুর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর মনোনয়নপত্রের বিরুদ্ধে এই আপত্তি তোলেন। বাছাইকালে রিটানিং কর্মকর্তা আপত্তি আমলে না নিয়ে প্রার্থীর দাখিলকৃত হলফনামা প্রদর্শন না করে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

প্রার্থী নির্বাচন আইন ও আচরণবিধি ভঙ্গ প্রমাণিত বিধায় তার প্রার্থিতা বাতিল করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর দ্বিতীয় অধ্যায় ১৭ ধারা অনুযায়ী আপিল গ্রহণ করে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন জানান স্বতন্ত্র প্রার্থী।

এ বিষয়ে মনজুর আলম বলেন, ফৌজদারি মামলা থাকলেও প্রার্থীর দাখিল করা হলফনামায় বিষয়টি গোপন করেছেন। এছাড়া প্রার্থীর দাখিলকৃত হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের তথ্য গোপন করেছেন। বিষয়টি জানিয়ে রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছিলাম। তিনি আমলে নেননি। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট