চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মৎস্য রপ্তানি প্রক্রিয়া দেখতে চট্টগ্রাম আসছে ইইউ’র টিম

মোহাম্মদ আলী

৭ ডিসেম্বর, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

মৎস্য উৎপাদন থেকে শুরু করে মান নিয়ন্ত্রণ, পরিবহন ও রপ্তানি প্রক্রিয়ার ধাপগুলো সরেজমিনে দেখতে আজ (বৃহস্পতিবার) নয়দিনের সফরে বাংলাদেশে আসছেন ইউরোপের উচ্চ পর্যায়ের একটি টিম। প্রতিনিধিদলের সদস্যরা চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মৎস্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

 

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য, রাশিয়া, ইংল্যান্ড, জাপান, হংকং, অস্ট্রিলিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে সামুদ্রিক ও মিঠা পানির মাছ, বিভিন্ন প্রজাতির চিংড়ি ও শুঁটকি রপ্তানি হয়ে থাকে। সবশেষ ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি হয়েছে ৭৪ হাজার ৪৩ মেট্রিক টন। যা থেকে রপ্তানি আয় হয় ৫ হাজার ১৯১ কোটি ৭৬ লাখ টাকা। এ মৎস্য রপ্তানিকে ঘিরে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে মৎস্যচাষের খামার, ফিশ ল্যান্ডিং সেন্টার, রপ্তানি প্রসেসিং কারখানা, পরিবহন ব্যবস্থা। এছাড়াও রয়েছে এ খাতে শ্রমিকদের কাজের পরিবেশও। মৎস্য রপ্তানির এসব সামগ্রিক পরিবেশ দেখতে প্রতি তিন বছর অন্তর ইউরোপ থেকে একটি টিম পরিদর্শনে আসে। তারা রপ্তানি কাজে বিভিন্ন কর্মকা- দেখে রিপোর্ট দিয়ে থাকে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী মৎস্য রপ্তানির ধারাবাহিকতা অব্যাহত থাকে। এছাড়া কোন সমস্যা থাকলে তা সমাধানের জন্যেও তারা সুপারিশমালা দিয়ে থাকে।

 

সূত্র আরও জানায়, ইউরোপের দুই সদস্যের টিমের সদস্যরা আজ ৭ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন। পরদিন ৮ ডিসেম্বর তারা কক্সবাজার যাবেন। সেখানে চিংড়ি চাষের হ্যাচারি পরিদর্শনসহ রপ্তানি কার্যক্রম দেখে ৯ ডিসেম্বর চট্টগ্রাম আসবেন। চট্টগ্রামে টিমের সদস্যরা তিনদিন অবস্থান করে মৎস্য আহরণ ভ্যাসেল, ফিশ ল্যান্ডিং সেন্টার, মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা পরিদর্শন এবং মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, চট্টগ্রামের কার্যালয় পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সভা করবেন। এরপর টিমের সদস্যরা যশোর, খুলনা গিয়ে মৎস্যচাষসহ রপ্তানি প্রক্রিয়ার সবগুলো দিক পরিদর্শন করবেন। ১৫ ডিসেম্বর তারা বাংলাদেশ ত্যাগ করবেন।

 

এ বিষয়ে জানতে চাইলে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, চট্টগ্রামের উপপরিচালক শাহজাদা খসরু দৈনিক পূর্বকোণকে বলেন, ইউরোপ থেকে দুই সদস্যের একটি টিম প্রথমে কক্সবাজার, সেখান থেকে চট্টগ্রাম আসবেন। এখানে টিমের সদস্যরা মৎস্য উৎপাদন, পরিবহন, রপ্তানি প্রক্রিয়ার সকল কার্যক্রম পরিদর্শন করবেন। এ সংক্রান্ত আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এর আগে ২০১৮ সালেও এ ধরনের একটি টিম বাংলাদেশে আসেন এবং সরেজমিন মৎস্য রপ্তানি সংক্রান্ত সকল কার্যক্রম পরিদর্শন করেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট