চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সম্মেলন

বিজ্ঞপ্তি

৫ ডিসেম্বর, ২০২৩ | ১০:২৮ অপরাহ্ণ

‘ইনসাফভিত্তিক সমাজ, ইমাম খতীবদের অঙ্গিকার’ এ শ্লোগানে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

 

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ আল কুরাইশি।

 

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, চট্টগ্রাম দারুল আফকার আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাকারিয়া হাসনাবাদি, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি, মাওলানা জাকারিয়া খালেদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা আতাউর রহমান আলমপুরী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা আবু আয়মান, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা আমিনুল ইসলাম মারুফ প্রমুখ।

 

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ডা. মাওলানা রফিকউল্লাহ হামিদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান, হাফেজ মাওলানা মুজিব বিন শফিক, মাওলানা মুজ্জাম্মিলুল হক, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা রিজওয়ানুল কবীর, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মোবারক প্রমুখ।

 

সম্মেলনে শেষে আগামী তিনমাসের জন্য মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক ও মাওলানা মুজিব বিন শফিককে সদস্য সচিব করে ১৫ জন বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

সম্মেলনে চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম ও খতীবগণ সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ততাকে আরও জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট