চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মোহরায় অভিযান, এক মাসে তিন শতাধিক যানবাহন আটক

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২৩ | ১০:৩১ অপরাহ্ণ

নগরীর কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ ও কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে একমাসে তিন শতাধিক যানবাহন আটক করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) নগরীর মোহরা এলাকার ট্রাফিক ইন্সপেক্টর মো. কামরুজ্জামান রাজ পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক মাসে অবৈধ ও কাগজপত্রবিহীন তিন শতাধিক যানবাহন আটক করা হয়েছে। এছাড়া ৮০টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা দেয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাসে ৭টি বাস, ১৫টি ট্রাক, ২২টি পিকআপ, ২টি কার, ৩টি হিউম্যান হলার, ৯৬টি গ্রাম সিএনজি ট্যাক্সি, ৪৬টি টেম্পো, ১৭টি মোটর সাইকেল, ৩৫টি ব্যাটারি রিকশা ও ৬টি ড্রাম ট্রাক আটক করা হয়। 

তিনি জানান, আটকের বেশিরভাই গ্রাম সিএনজি ট্যাক্সি। প্রতিদিনই এসব গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। তবুও এসব গ্রাম সিএনজি ট্রাক্সি চালকরা বেপোরোয়া। নির্দেশনা অমান্য করে নগর এলাকায় ঢুকে পড়ে। মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশনা দুর্ঘটনা কমাতে সড়কে কাগজপত্রবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর থাকতে হবে। আমরা সেই নির্দেশনা মেনে কাজ করছি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট