চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সেই বেঞ্চ সহকারী হারুনকে বদলি, দায়ীদের শনাক্তে এক সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২৩ | ৯:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় বেঞ্চ সহকারী মোহাম্মদ হারুন উর রশিদকে ক্যাশিয়ার পদে বদলি করা হয়েছে। এই ঘটনায় সমন না পাঠিয়ে আটকে রাখাসহ দায়ীদের সনাক্তে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.অলি উল্লাহকে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) রাতে পূর্বকোণ অনলাইনকে এসব বিষয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ। 

 

এর আগে এই ঘটনায় চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এম এ মাসুদের সই করা এক আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়।

 

উল্লেখ্য, মঙ্গলবার (৩ অক্টোবর)  রাতে একটি সাজানো সিআর মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে দুদকের সাবেক ডিডি শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় আনার পর তিনি অসুস্থবোধ করলে তাকে প্রথমে ওসির রুমে বসানো হয়। সেখানে তার স্বজনরা আসেন। এরপর স্বজনদের নিয়ে অটোরিকশাযোগে ওনাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানায়, আদালত থেকে এই মামলায় সমন না পাঠিয়ে সরাসরি পরোয়ানা থানায় পাঠানো হয়। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট