কর্ণফুলী নদীকে ঘিরে দৈনিক ৬০ কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতার আরো একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। আগামী ২৮ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তাতে ধাপে ধাপে বাড়বে পানি উৎপাদন । প্রকল্পটি পুরো বাস্তবায়নের পর ওয়াসার পানি উৎপাদন হবে দৈনিক ১৩২ কোটি লিটার। বর্তমানে ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা রয়েছে দৈনিক প্রায় ৪৭ কোটি লিটার। ওয়াসা সূত্র জানায়, নগরীতে ওয়াসার পানি সরবরাহের প্রধান উৎস হালদা ও কর্ণফুলী নদী। এ দুইটি নদী থেকে বর্তমানে চট্টগ্রাম ওয়াসা দৈনিক ৪৬ […]