চট্টগ্রাম সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সর্বশেষ:

অটোরিকশায় তরুণীকে ভুল পথে নিয়ে ‘ধর্ষণচেষ্টা’, লাফ দিয়ে প্রাণে রক্ষা
ফাইল ছবি

অটোরিকশায় তরুণীকে ভুল পথে নিয়ে ‘ধর্ষণচেষ্টা’, লাফ দিয়ে প্রাণে রক্ষা

আনোয়ারা সংবাদদাতা

১৯ জুন, ২০২৫ | ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে যাওয়ার জন্য এক তরুণী (২৫) একটি অটোরিকশায় ওঠলে চালক তাকে ভুল পথে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে।

 

বুধবার (১৮ জুন) উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি বলেন, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকার খালাতো বোনের বাসা থেকে বুধবার সকাল ৮টায় কোরিয়ান কেইপিজেডের একটি কারখানায় ইন্টারভিউ দিতে এসেছিলেন তিনি। পরীক্ষা শেষে গেটে থাকা চাতরী চৌমহনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।

 

আগে থেকে অটোরিকশায় আরও এক যুবক ছিলেন। চালক চাতরী চৌমহনী বাজারে না গিয়ে ভুল পথের একটি নির্জন এলাকায় নিয়ে অটোর চাকা নষ্ট হয়েছে বলে দাঁড় করিয়ে রাখেন। এরপর চালক আর ওই যুবক তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। কোনো উপায় না পেয়ে নিজেকে রক্ষায় তিনি অটো থেকে লাফ দেন বলে জানান।

 

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট