চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সবাই মেহেদী অনুষ্ঠানে, চার ভাইয়ের ঘরে চুরি রাউজানে
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

সবাই মেহেদী অনুষ্ঠানে, চার ভাইয়ের ঘরে চুরি রাউজানে

রাউজান সংবাদদাতা

১৬ জুন, ২০২৫ | ৭:৪৮ অপরাহ্ণ

চার ভাই পরিবারসহ সবাইকে নিয়ে গিয়েছিলেন চাচাতো ভাইয়ের মেহেদী অনুষ্ঠানে। ভোরে বাড়ি ফিরে দেখলেন চার ঘরেই চুরির ঘটনা ঘটেছে। নিয়ে গেছে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র। গতকাল রবিবার (১৫ জুন) রাতে রাউজানের নোয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডে আলা মিয়ার নতুন বাড়িতে এই ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বাড়িটির বাসিন্দা মো. টিটু পেশায় একজন গাড়ি চালক। তিনি বলেন ‘রবিবার রাত সাড়ে ১০টায় আমরা চার ভাইয়ের পরিবার চাচাতো ভাইয়ের বিয়ের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলাম কমলাদীঘির পাড় এলাকায়। রাত ১টার দিকে আবার দেখতে যাই ঘর ঠিকটাক আছে কিনা। তখনও সব ঠিক ছিল। মেহেদী অনুষ্ঠান সেরে ভোর পৌনে ৪টার দিকে সবাই যখন বাড়ি ফিরি, তখন দেখি, আমরা চার ভাইয়ের ঘরে ঢোকার তিন দরজার ৬টি লক ভাঙ্গা। এরপর সবাই যার যার রুমে গিয়ে দেখি আলমিরা ভাঙ্গা, সবকিছু তছনছ। লুট হওয়া মালামালের পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা।

 

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘ক্ষতিগ্রস্ত পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়। ওই পরিবারের সদস্যরা বিয়েতে গিয়েছিল, সেই ফাঁকে এমন চুরির ঘটনা ঘটে।’

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট