চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই পথচারী নিহত
দুর্ঘটনাকবলিত বাস

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুইজন পথচারী নিহত হয়েছেন।

রবিবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকার বাসিন্দা ও পৌর কিচেন মার্কেটের নিরাপত্তাকর্মী জাফর আলম (৫২) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার আবদুল মালেক (৪৬)।

চিরিংগা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকনিক এক্সপ্রেসের একটি বাস ফাঁসিয়াখালী এলাকায় দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়নুল আবেদীন বলেন, দুই পথচারীকে বাস ধাক্কা দেওয়ার পর একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে আহত ব্যক্তিও হাসপাতালে আনার সাত থেকে আট মিনিটের মধ্যে মারা যান। নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট