চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তা পার হতে গিয়ে পূরবী পরিবহনের বাসচাপায় মোছাম্মৎ নাজিফা নামে পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের সাতকানিয়া কেঁওচিয়া ইউনিয়নের সত্যপীর দরগা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোছাম্মৎ নাজিফা (০৫) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আমতলা হাদিয়ামার বাড়ির আবছার উদ্দিনের মেয়ে।
জানা যায়, নিহত নাজিফা তার আত্মীয়ের সাথে বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্পের দিকে ঘুরতে এসে হাঁটতে হাঁটতে সত্যপীর মাজারের সামনে আসলে বান্দরবান থেকে ছেড়ে আসা দ্রুতগামী পূরবী বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-০০৫৪) সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/মুন্না/আরআর/পারভেজ