চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

সীতাকুণ্ডে যুবলীগ নেতা মুসলিম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা : মূলহোতাসহ ২ আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

১৮ মে, ২০২৫ | ৪:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা মুসলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০) ও আলতাফ হোসেন ওরফে জিহান (১৯)।

রাকিব মুসিলম হত্যা মামলার এক নম্বর আসামি ও জিহান ৩ নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর।

তিনি জানান, মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন। তারা এলাকায় অবস্থানের খবর পেয়ে গতকাল শনিবার গভীর রাতে গোপ্তাখালীতে অভিযান চালানো হয়। অভিযানকালে হত্যা মামলার মূল আসামি রাকিব ও তার সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কারখানার প্রাইভেটকার করে বাড়িতে ফেরার সময় গতিরোধ করে যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল নিহত যুবলীগ নেতা মুসলিমের স্ত্রী মোছাম্মৎ লিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও জিএমসহ চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত ৮-১০ জনকে জনকে আসামি করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট