চট্টগ্রামের পটিয়ার অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. খোরশেদ আলমকে (৫০) ২৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার ১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোরশেদ আলম শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার মীর আহম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় পটিয়ার শোভনদণ্ডী এলাকা থেকে মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় ১৯৯৭ সালে অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে আদালত সাজাও প্রদান করেন। তকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে।
পূর্বকোণ/পিআর