চট্টগ্রামের কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটেছে।
আসিফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের তুলাতল এলাকার শের মিয়ার ছেলে। তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর নগর প্রান্ত থেকে আসা একটি পিকআপে দাঁড়িয়ে থাকা আসিফ পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসিফের প্রতিবেশি এস এ রাসেল বলেন, আসিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
তিনি জানান, আসিফ নানুর বাড়ি রাঙ্গুনিয়া থেকে পিকআপে করে ১টি গরু ও কাঁঠাল নিয়ে বাড়িতে ফিরছিল বিক্রির জন্য।
পূর্বকোণ/আরআর/পারভেজ