আওয়ামীলীগ কর্মীকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
রাউজানে ফোরকান (৫২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে ধরে মারধর করার পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আয়েশাবিবির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
মো. ফোরকান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের আয়েশাবিবির বাড়ির তাজের মুল্লুক ওরফে ভুইল্যার ছেলে। তিনি মামলার আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, ফোরকান গতকাল ১৬ মে শুক্রবার সন্ধ্যার পর আয়েশাবিবির বাড়ি এলাকা থেকে নুনা পুকুর পাড় এলাকায় যাওয়ার সময় একদল লোক তাকে আটক করে পিটুনি দেয়। এরপর তাকে মাথা ন্যাড়া করে এবং জুতার মালা পরিয়ে দেয়। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন ‘মো. ফোরকান নামের এক আসামিকে লোকজন ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মুনিররীয়া যুব তবলীগ কমিটির কার্যালশ ভাঙার মামলা রয়েছে। ফোরকান আওয়ামী লীগ কর্মী ছিলেন।
পূর্বকোণ/আরআর,/এএইচ