চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে অপহরণ চক্রের সদস্য দুই ভাই গ্রেপ্তার
গ্রেপ্তার দুই ভাই

টেকনাফে অপহরণ চক্রের সদস্য দুই ভাই গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৬ মে, ২০২৫ | ১০:২৬ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়ায় কুখ্যাত মাদক ও অপহরণ চক্রের সদস্য দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া গ্রামের ছিদ্দিক আহমদের দুই ছেলে কুখ্যাত অপরাধী রাসেল (২৬) ও তার বড় ভাই আতিক উল্লাহ (৩০) অবশেষে র‌্যাবের জালে আটক হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মাদক ব্যবসা, মানব পাচার, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, চোরাচালান ও গরু চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/কাশেম/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট