বান্দরবানে অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ার মৃত আশরফ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে নাইক্ষ্যংছড়ি থানায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পূর্বকোণ/মিনার/এএইচ