কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে মো. সায়েদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। সায়েদ ওই এলাকার প্রবাস ফেরত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে সায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর নেন। বিকেলে বাড়ির উঠানের সামনে নিজেদের পুকুরে ভেসে উঠে সায়েদের লাশ। খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা বেবী আক্তার পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে সায়েদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ