চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানের আ’ লীগ নেতা আবদুর রহমান চৌধুরী আটক

রাউজান সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ

রাউজানের ২ নম্বর ডাবুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী চট্টগ্রাম নগরী থেকে আটক হয়েছেন । আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে নগরী থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে রাত সোয়া ৯টার দিকে রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘সাবেক চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাকে রাউজান থানার আনার জন্য থানা পুলিশ শহরে রওনা হয়ে গেছেন।’

তিনি আরো জানান, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

জানা যায়, ডাবুয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুর রহমান চৌধুরী আওয়ামী লীগের হয়ে কয়েকবার বিনা-প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাাপশি তিনি ওই এলাকা থেকে এ যাবৎ ৫-৬ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এলাকা থেকে গা ঢাকা দেন।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট