চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মেহমান সেজে চুরি সাতকানিয়ায়, রোহিঙ্গাসহ চক্রের ৩ নারী গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৪ | ১০:৩৭ অপরাহ্ণ

মেহমান সেজে বিভিন্ন অনুষ্ঠানে চুরি করত এমন চক্রের রোহিঙ্গাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

চট্টগ্রামের সাতকানিয়ায় কমিউনিটি সেন্টার, হাসপাতালসহ বিভিন্ন জনসমাগম স্থলে প্রলোভন ও প্রতারণার ফাঁদে ফেলে মেহমানের মূল্যবান জিনিসপত্র কৌশলে চুরি করত চক্রটি। অবশেষে পুলিশের বিছানো জালে আটকে গেল তারা।

 

গত ৭ নভেম্বর সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল এমরান সোহেল বাদী হয়ে থানায় অভিযোগ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকার ইকবাল কনভেনশন হলের গেইটের সামনে থেকে তার ছোট বোনের বিবাহ উপলক্ষে কেনা ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণের নেকলেস চুরি করে মহিলা চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল খান থানার একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। পরদিন ৮ নভেম্বর মৌলভীর দোকানস্থ ওই কনভেনশন হলের সামনে ৩ জন মহিলা ২টি বাচ্চা সহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সংবাদে পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিভিন্ন কৌশরে চুরির বিষয়টি স্বীকার করে তারা।

 

গ্রেপ্তারকৃত চক্রের সদস্যরা হল, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের মেয়ে কালা বানু (২৬), মৃত বদিউল আলমের মেয়ে জাহানু বেগম (৩৫) এবং উখিয়া কুতুপালং ১৮ নং ক্যাম্পের মৃত করিম মোল্লার মেয়ে ছেনোয়ারা বেগম (৩৫)।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, নারীদের একটি চক্র সময় বুঝে বিভিন্ন প্রলোভন ও প্রতারণার ফাঁদে ফেলে অতিথিদের স্বর্ণ, মোবাইল এবং নগদ অর্থ হাতিয়ে নিত।

এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের বিশেষ একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় রোহিঙ্গাসহ তিন নারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

পূর্বকোণ/ইকবাল/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট