চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের কর্নেলহাটের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় পুলিশ তাকে খুঁজছিলো। অবশেষে শুক্রবার সন্ধ্যার পর তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট