চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

বাঁশখালী সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে গোয়ালঘর মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাম্বল পাতলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সে রাজমিস্ত্রির কাজ করত।

 

নিহত জসিম উদ্দিন দক্ষিণ চম্বল এলাকার নুরুল হকের ছেলে।

 

সত্যতা নিশ্চিত করে জসিমের আত্মীয় মো. আবু হানিফ বলেন, বাড়ির পাশে পুরাতন গোয়ালঘর মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাম্বল বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল প্রেরণ করেন।

 

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ জানান, জসিম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে স্বজনরা তাকে নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, চাম্বলে গোয়ালঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট