চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহামায়ায় ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

৮ নভেম্বর, ২০২৪ | ৪:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পর্যটন স্পট মহামায়া লেকে বেড়াতে যাওয়া এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্গার মো. রিয়াজ (২৫) মিরসরাই উপজেলার বাসিন্দা।

মিরসরাই থানার পরিদর্শক দীপ্তেশ রায় জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সঙ্গে ফেনী জেলা থেকে মহামায়া লেকে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। লেকের পাড়ে উঁচু জায়গায় বসে কথা বলছিলেন তারা।

তিন যুবক গিয়ে প্রথমে তাদের নানাভাবে উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তিনজন মিলে ধর্ষণ করে।

সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট