বঙ্গোপসাগরে ট্রলার ডুবে কক্সবাজারের পেকুয়ার এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজারের বাকখালী মোহনা পয়েন্টে ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহত জেলে কামাল হোসেন (৪২) পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়ার মৃত মোহাম্মদ ছবির ছেলে।
নিহতের ভাই কবির আহমদ বলেন, গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরে উপকূলে ফেরার পথে বাকখালী মোহনায় ট্রলারটি ডুবে যায়। এ সময় আমার ভাইকে প্রচণ্ড ঢেউ ভাসিয়ে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় আমার ভাইয়ের লাশ উখিয়ার সোনারপাড়া লেজুখালী পয়েন্টে স্থানীয়রা ভাসতে দেখেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসি।
পূর্বকোণ/এমরান/এএইচ