চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: জেলের মৃত্যু, প্রাণে বাঁচলেন ২১ জন

কক্সবাজার সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২৭ অপরাহ্ণ

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কলাতলী এলাকায় আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

 

এই দুর্ঘটনায় এক জেলের মৃত্যু হলেও, সমুদ্র সৈকতে নিয়োজিত লাইফগার্ডদের দ্রুত উদ্ধার অভিযানের ফলে ট্রলারে থাকা ২১ জন জেলের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়ো বাতাসের কবলে পড়ে কক্সবাজার সৈকতের লাবণী চ্যানেলে ট্রলারটি ডুবে যায়। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

মৃত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।

 

ডুবে যাওয়া ট্রলারের একজন জেলে মোহাম্মদ ফরহাদ জানিয়েছেন, লাবণী চ্যানেলে আসার সময় ঝড়ো বাতাসের কারণে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এরপরই ট্রলারটি ডুবে যায়।

 

কক্সবাজার সৈকতের সি-সেফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গণি জানান, ভাসমান জেলেদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। তবে একজন জেলেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট