চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

টেকনাফে টানা বৃষ্টিতে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দী অর্ধলাখ মানুষ

টেকনাফ সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দুইদিনের ভারি বর্ষণে টেকনাফের ২০টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অর্ধলাখ মানুষ।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় থেকে টানা বৃষ্টিতে টেকনাফের ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং হোয়াইক্যং ইউনিয়ন, হ্নীলা, টেকনাফ সদর, বাহারছড়া শামলাপুর সাবরাং, ইউনিয়নের শত শত ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।

 

স্থানীয় বাসিন্দার খাইরুল বাশার জানান, টেকনাফের সীমান্ত সড়কে এবং নাফ নদে বঙ্গোপসাগরের পানি বৃদ্ধি পেয়েছে। যথাসময়ে পানি চলাচল করতে না পারায় এলাকার নিম্নাঞ্চলে অনেক ঘরবাড়ি ডুবে গেছে।

 

টেকনাফ সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মো. ইউনুছ বলেন, রাতে প্রবল বর্ষণের ফলে খাল ও পাহাড়ি ঢলের পানি এসে বাড়িতে ঢুকে পড়েছে। বর্তমানে অনেক মানুষ পানিবন্দী ও ঝুঁকিতে আছে। আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফের জাহঁলিয়া পাড়া, লেংগুরবিল, মিটা পানির ছড়া, হাবিরছড়া, দক্ষিণ লেংগুরবিল, দক্ষিণ লম্বরী, নতুন পল্লান পাড়া, মুন্ডার ডেইল, শাহপরীরদ্বীপ লামার পড়া, মহেশখালীয়া পাড়া, হ্নীলা রঙিখালী, আলিখালী, দমদমিয়াসহ ২০টির মতো গ্রামে পানি ঢুকে পড়েছে। ধানক্ষেত, পানের বরজ, বিভিন্ন ফলের ক্ষেত, মাছের প্রজেক্টসহ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন হাজার হাজার মানুষ।

 

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। অনেক গ্রাম পানিবন্দী হয়েছে, সাধারণ মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা খোঁজ খবর রাখছি।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট