চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি

পূর্বকোণ রিপোর্ট

১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পথেরহাটে এ ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায় নি।

স্থানীয়রা জানান, আজ বিকাল পৌণে ৫টায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে মারামারি হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। এক পর্যায়ে একপক্ষ আরেক গ্রুপের একজনকে পিটিয়ে মারাত্মক আহত করে। ওই যুবককে স্থানীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্গ দেখা দিয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট