চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বন্যার ভয়াবহতা কাটিয়ে কক্সবাজার-ঢাকা রেল চলাচল শুরু

কক্সবাজার সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

ফেনীতে চলমান ভয়াবহ বন্যার কারণে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসরে কক্সবাজার-ঢাকা রেল চলাচল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

 

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘পর্যটক এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন চলাচল করে।

 

মঙ্গলবার রাত ৮টা থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল শুরু হলেও ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন চলাচলের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

 

উল্লেখ্য, ফেনীর রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে গত সপ্তাহ থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে সোমবার (২৬ আগস্ট) থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন চলাচল শুরু হয়েছে। এই ট্রেনটি কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে যায় এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে সকাল ১০টায় পৌঁছায়।

 

কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী মো. ভুট্টো বলেন, ফেনীসহ বিভিন্ন জেলায় বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া কক্সবাজার-ঢাকা রেল যোগাযোগ পুনঃস্থাপিত হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীসহ পর্যটকদের মনে। দেশে চলমান দুর্যোগে পর্যটনখাত অনেকটা স্থবির হয়ে পড়েছে। আশা করি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে রেল যোগাযোগ বৃহৎ পরিসরে চালু হলে বযাত্রীরা সহজে রাজধানী থেকে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট