চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

৫৪ ঘণ্টা পর কক্সবাজার ফিশারীঘাটে শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর বাকখাঁলী নদীতে ভেসে আসা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার শিশু রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. জুনাইদ।

 

শনিবার (২৪ আগস্ট) বিকেলে কক্সবাজার ফিশারী ঘাটে মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

 

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে নিখোঁজ জুনাইদকে ৫৪ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী বাকখাঁলী নদীর তীরে কাঠ ধরতে গিয়ে জুনাইদ পানিতে ভেসে যায়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করা হলেও কোনো সন্ধান মেলেনি। শনিবার বিকেলে ফিশারী ঘাটে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

পরে পুলিশ খবর পেয়ে একটি মরদেহ উদ্ধার করে। প্রথমে মরদেহটি অজ্ঞাত ছিলো, পরে পরিচয় পাওয়া যায়।

 

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আবু বকর ছিদ্দিক জানান, এই ঘটনায় স্থানীয়রা গভীর শোকাহত। ছোট্ট একজন শিশুকে হারিয়ে পরিবারটি মর্মান্তিকভাবে ভেঙে পড়েছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট