চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরা রয়েল গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সীতাকুণ্ডের ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাফর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা দুটি মিনিবাসযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসি’র সাথে সৌজন্য সাক্ষাত করতে তার বাড়ি ফৌজদারহাটের দিকে যাচ্ছিলেন। বিকাল ৪টার দিকে তাদের বহনকারী একটি বাস উপজেলার কুমিরা রয়েল সিমেন্ট কারখানা এলাকা অতিক্রম করার সময় সেটির সামনের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঐ গাড়িতে থাকা বিএনপি নেতা জাফর ভূঁইয়া, আলাউদ্দিন মাসুমসহ অন্তত ৩১ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসা প্রদান শেষে ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রামে চিকিৎসার জন্য স্থানান্তর করেন।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাফর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করতে যাচ্ছিলাম। কিন্তু রয়েল গেট এলাকায় বাসটির সামনের একটি চাকা ফেটে উল্টে যাওয়ায় আমরা সবাই আহত হই।
এদিকে নেতাকর্মী ও সমর্থকদের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিন, সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জয়নাল আবেদীন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন, বারৈয়াঢালা থেকে বিএনপির নেতৃবৃন্দ এবং বেশ কিছু সাধারণ মানুষ আমাদের নেতা আসলাম ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাত করতে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে যাওয়ায় তাদের আর সাক্ষাত করা হয়নি। এ ঘটনায় মোট ৩১ জন আহত হয়েছে। বেশিরভাগ সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া ১৩ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, আহত ৩১ জনকেই সীতাকুণ্ড হাসপাতালে আনা হলে তারা সবাইকে চিকিৎসা দেন। কিন্তু কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ