চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাজস্থলীতে রাস্তার পাশে পড়েছিল মরদেহ

রাজস্থলী সংবাদদাতা

২৩ মে, ২০২৪ | ৪:০১ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন নামের (৪৭) একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলাল উদ্দীন লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে।

 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক মিতিংগ্যা ছড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, নিহত হেলাল উদ্দিন সীমান্ত সড়কের ফারুক নামে এক শ্রমিক মাঝির অধীনে বার্বুচির কাজে নিয়োজিত ছিল। গত ২০ মে অসুস্থার কারণে কর্মস্থল থেকে রাজস্থলীতে ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় নিহতের পরিবার গতকাল মঙ্গলবার রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করে। আজ আত্মীয়-স্বজনরা সীমান্ত সড়কে খোঁজাখুঁজি করলে হেলালের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট