চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে জিপ-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

রাউজান সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে চাঁদের গাড়ি (জিপ) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অটোরিকশাচালকও গুরুতর আহত হয়েছেন।

 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শহীদ জাফর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মো. সোলায়মান (৬০)। তিনি হলদিয়া ইউপির ৯ নম্বর ওয়াড জানিপাথর পূর্ব টিলার এলাকার মৃত অলি আহমদের ছেলে। আহত চালক মো. সাকিবের (২৭) বাড়িও একই গ্রামে। তিনি ওই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে। চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় চেয়ারম্যানের ছেলে সাজ্জাদ হোসেন বলেন, জিপটি চালাচ্ছিল অদক্ষ হেলপার। তার অভিযোগ, এই সড়কে প্রায়ই বেপরোয়াভাবে চলে জিপ। এ কারণে সড়কটিতে প্রায় এ রকম দুর্ঘটনা ঘটে।

 

রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি গাড়ি পুলিশের হাতে আটক রয়েছে। নিহতের পরিবার এই ঘটনায় অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট