চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাতকানিয়া সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাতনামা গাড়িচাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত মো. বাহার উদ্দিন (৪৯) সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চিব্বাড়ি ফকিরপাড়া এলাকার মৃত আলতাব মিয়ার ছেলে।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী নিজে তৈরি করা মিষ্টি প্রতিদিন তার গ্রাহকদের দোকানে পৌঁছে দিতো। আজকেও মিষ্টি নিয়ে গ্রাহকের কাছে যাওয়ার পথে সড়কের উপর কোন এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। ঘাতক গাড়িটি পালিয়ে গেছে, দুর্ঘটনা কবলিত বাইক এবং লাশটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জয়নাল বলেন, অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় ১’জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট