চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

অটোরিকশার যাত্রী সেজে ইয়াবা পাচারকালে আটক ১

টেকনাফ সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ

অটোরিকশার যাত্রী সেজে ইয়াবা পাচারকালে মো. ইরফান (২০) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে টেকনাফের শাপলা চত্বর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাকে আটক করা হয়।

 

আটক মো. ইরফান কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাংলা বাজার এলাকার মো. মনজুর আলমের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সে বিক্রয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট