চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৩ | ১০:২০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. রফিক (২৬) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মো. কামাল বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. রফিক উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মো. রহিমের ছেলে।

 

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট